নারী আজ সম্ভ্রমহীন
পিশাচ নরের জালে,
ধর্ষিত সমাজ, ধর্ষিত দেশ
মিছিলে মিছিলে।।
নারীকে আজ বিবস্ত্র করে
করছিস হা হা হি হি,
প্রতিবন্ধী নর তোরা
করছে সমাজ ছিঃ ছিঃ।।
আজকে যাকে বেশ্যা বলে
ধর্ষন করেছিলি,
তুই কতটা পবিত্রতার
সনদ পেয়েছিলি?
ক্ষণিকের আনন্দ নিয়ে
লাফিয়ে ছিলি ঠিক্,
এবার বোঝ শাস্তি কী
ধিক্ তোদের ধিক্।।
আপনার মতামত লিখুন :