সেই হারিয়ে যাওয়া আমি বিথী রহমান November 7, 2020 0 87 তোমাকে নিয়ে লেখা আমার শেষ হবেনা তোমাকে নিয়ে কবিতা পড়া শেষ হবেনা তোমাকে নিয়ে প্রবন্ধের উপসংহার হবেনা তোমাকে নিয়ে ভাবনার অন্ত হবেনা তুমি তো তুমিই তোমার তুলনা শুধু তুমি তোমার মাঝে খুজে পেয়েছি হারিয়ে যাওয়া আমি। আপনার মতামত লিখুন : 11