সৈয়দ আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাজিদা বেগম প্রধান শিক্ষক, সওদাগর কৃষ্ণধন সপ্রাবি এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল আলম প্রশি, ফয়েজাবাদ সপ্রাবি বাহুবল এর সঞ্চালনায় ২২ নভেম্বর সকাল ১১ টায় হবিগঞ্জ পিটিআই হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, প্রশি, রায়ের পাড়া সপ্রাবি বানিয়াচং, মোঃ আব্দুল ওয়াদুদ প্রশি, আজমিরীগঞ্জ, শর্বানী দত্ত সহশি বাহুবল, অরবিন্দু দত্ত চুনারুঘাট, সামসুল হক, বাহুবল, মোঃ হাবিবুর রহমান প্রশি, বাহুবল, রফিকুল ইসলাম মোল্লা মাধবপুর,খোশবানু বেগম হবিগঞ্জ সদর প্রমুখ। উক্ত সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত জেলা কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৮ নভেম্বর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ৩ মার্চ ২০১৪ তারিখের পুর্বে যোগদানকৃত প্রধান শিক্ষকদের চাকরি স্থায়ী করণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে জেলা শাখার নুতন কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি সাজিদা বেগম প্রধান শিক্ষক সওদাগর কৃষ্ণধন সপ্রাবি হবিগঞ্জ সদর ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রধান শিক্ষক রায়ের পাড়া সপ্রাবি বানিয়াচং এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল আলম প্রধান শিক্ষক ফয়েজাবাদ সপ্রাবি বাহুবল।