বাহুবল( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল মডেল থানা পুলিশের চৌকস অফিসার ও পুলিশ সদস্যদের নিয়ে গঠিত চোর, ডাকাত , জুয়াড়ি প্রতিরোধ টিমের কার্যক্রম চলছে । ২ ডিসেম্বর বিকেলে বাহুবল – নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে টিমের উপজেলার সাতকাপন ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামে চিহ্নিত চোর,ডাকাতদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এলাকাবাসীকে গোপনে চোর, ডাকাত, জুয়াড়ি, মাদক সেবী,মাদক বিক্রেতা সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানানো হয় । এর আগে অন্যান্য ইউনিয়নে টিমের অভিযান পরিচালিত হয়েছে বলে পুলিশ সুত্র জানায়।
আপনার মতামত লিখুন :