নারায়ণগঞ্জ থেকে পর্নোগ্রাফি সরবরাহ ও প্রদর্শনের দায়ে তিনজনকে আটক করেছে র্যাব। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এসএম মালেহ রোডের হাবিব শপিং কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নারায়ণগঞ্জের বন্দরের ফরাজীকান্দা মৃত অকিল উদ্দিনের ছেলে মো. শাহজাদা (২৪), আমিন আবাসিক এলাকার পরেশ সাহার ছেলে পিয়াল সাহা (২৮) ও ফরাজীকান্দা এলাকার মো. বিল্লাহ হোসেনের ছেলে মো. জিহাদ (১৮)।
মঙ্গলবার বিকেলে র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, আটকরা কম্পিউটার মোবাইল সার্ভিসের দোকানের আড়ালে যৌন উত্তেজনা সৃষ্টিকারী চলচ্চিত্র, ভিডিও চিত্র, স্থিরচিত্র কম্পিউটারের মধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট সরবরাহ করে আসছিল। পরে তাদের নারায়ণগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :